ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এর স্বতন্ত্র চাকরি-বিধিমালা প্রণয়নে বারবার প্রতিশ্রুতি ভঙ্গের প্রতিবাদে প্রতিষ্ঠানটির নিয়মিত কর্মকর্তা-কর্মচারীরা আগামীকাল শুক্রবার (১২ ডিসেম্বর) ভোর ৭টা থেকে সর্বাত্মক কর্মবিরতির ঘোষণা দিয়েছেন।
এই কর্মসূচির কারণে মেট্রোরেলের সকল যাত্রীসেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।
গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দীর্ঘদিন ধরে দাবির বিষয়ে আশ্বস্ত করা হলেও কার্যকর পদক্ষেপ না নেওয়ায় তারা কর্মবিরতিতে যেতে বাধ্য হয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, কর্মবিরতির পাশাপাশি প্রতিদিন ডিএমটিসিএল প্রধান কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করবেন কর্মকর্তা-কর্মচারীরা।
এসআর
মন্তব্য করুন: