পরিচ্ছন্নতাকর্মী নিয়োগে লিখিত পরীক্ষার অযৌক্তিক কঠোরতা শিথিল, দক্ষতা-ভিত্তিক পরীক্ষার প্রবর্তন এবং লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ে সাম্প্রতিক নিয়োগ বাতিলের দাবিতে আজ ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
পরিচ্ছন্নতাকর্মী নিয়োগে লিখিত পরীক্ষার অযৌক্তিক কঠোরতা শিথিল, দক্ষতা-ভিত্তিক পরীক্ষার প্রবর্তন এবং লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ে সাম্প্রতিক নিয়োগ বাতিলের দাবিতে আজ ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে
মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ হরিজন যুব ঐক্য পরিষদ। সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি রিংকু ডোমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক পংকজ বাসফোরের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা সংহতি জানান।
সভায় বক্তব্য দেন হরিজন ঐক্য পরিষদের প্রধান উপদেষ্টা বাইজু সরদার, সাবেক সহ-সভাপতি লেবু বাসফোর, গাজীপুর মহানগর সভাপতি রতন লাল, ঢাকা মহানগর সহসভাপতি গজন লাল, সম্পাদক বিমল ডোমসহ যুব ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ।
সংহতি জানিয়ে বক্তব্য দেন এডভোকেট উৎপল বিশ্বাস, নারী মুক্তি কেন্দ্রের সভাপতি সিমা দত্ত, জয়ভীম ছাত্র–যুব ফেডারেশনের সম্পাদক হেমন্ত হাড়ী প্রমুখ।
বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দিন বলেন, স্বাধীনতার পাঁচ দশক পরেও হরিজন সম্প্রদায়ের প্রতি বৈষম্যমূলক আচরণ অব্যাহত রয়েছে। শিক্ষা, চাকরি ও মৌলিক মানবাধিকারে তারা এখনো বঞ্চিত। তিনি বলেন, পরিচ্ছন্নতাকর্মী পদের মতো ঐতিহ্যগত পেশাতেও রাজনৈতিক বিবেচনায় নিয়োগ হওয়ার কারণে প্রকৃত অভিজ্ঞরা বাদ পড়ছেন।
তিনি আরও বলেন, সমাজে বৈষম্য দূর করতে হলে প্রান্তিক জনগোষ্ঠীর রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিত করা জরুরি।
বক্তারা অভিযোগ করেন, লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সাম্প্রতিক পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র এমন কঠিন করা হয় যা পেশার প্রকৃত দক্ষতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ফলে অভিজ্ঞ আবেদনকারীরা অন্যায়ভাবে বাদ পড়েছেন। তারা এ পরীক্ষাকে "অযৌক্তিক, অমানবিক ও পেশাবিরোধী" বলে উল্লেখ করেন।
১) পরিচ্ছন্নতাকর্মী নিয়োগে লিখিত পরীক্ষার পরিবর্তে ব্যবহারিক দক্ষতা ও অভিজ্ঞতাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
২) লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সাম্প্রতিক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুনভাবে স্বচ্ছ ও ন্যায়সঙ্গত প্রক্রিয়ায় নিয়োগ দিতে হবে।
৩) সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে হরিজন জনগোষ্ঠীর জন্য পরিচ্ছন্নতাকর্মী পদে ৮০% সংরক্ষণ নিশ্চিত করতে হবে।
বক্তারা বলেন, দীর্ঘদিনের বৈষম্য, অনিয়ম ও অযৌক্তিক মূল্যায়নের ফলে অভিজ্ঞ পরিচ্ছন্নতাকর্মীরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। অবিলম্বে সুষ্ঠু ও মানবিক নিয়োগব্যবস্থা চালুর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।
আপনি চাইলে হেডলাইন পরিবর্তন, সংবাদ আরও সংক্ষিপ্ত/বর্ধিত, বা অনলাইন নিউজপোর্টালের উপযোগী স্টাইলে করে দিতে পারি।
এসআর
মন্তব্য করুন: