রাজধানীতে মেট্রোরেলের ছাদে উঠে পড়া কিশোরের ঘটনাকে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ার উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মো. ফারুক আহমেদ।
সোমবার (১ ডিসেম্বর) সকালে উত্তরা দিয়াবাড়িতে ডিএমটিসিএল কার্যালয়ে মাসিক সংবাদ সম্মেলনে তিনি বলেন, কিশোরটি নিয়মিত প্রবেশদ্বার ব্যবহার না করে অজ্ঞাত কোনো স্থান দিয়ে মেট্রোরেল কোচের ছাদে উঠে পড়ে।
তার উদ্দেশ্য কী ছিল তা এখনও জানা যায়নি। ঘটনাস্থলে একজনকে ধরা গেলেও তার সঙ্গে আরও কেউ ছিল কি না— তা খতিয়ে দেখছে পুলিশ।
ঘটনাটি ‘স্যাবোটাজ’ ছিল কি না, সে বিষয়েও তদন্ত চলছে বলে জানান ডিএমটিসিএল এমডি।
তিনি বলেন, নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে স্টেশনগুলোর নিচে অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা স্থাপনের পরিকল্পনা করা হয়েছে।
এতে যেকোনো ঘটনার উৎস শনাক্ত করা সহজ হবে এবং নাশকতার আশঙ্কা থাকলে তা আগেভাগেই চিহ্নিত করা সম্ভব হবে।
এসআর
মন্তব্য করুন: