রাজধানীর কড়াইল বস্তিতে লাগা ভয়াবহ অগ্নিকাণ্ড প্রায় পাঁচ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৫টা ২২ মিনিটে আগুনের সূত্রপাত হয় এবং রাত ১০টা ৩৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, মোট ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। তবে বস্তির ঘিঞ্জি পরিবেশ এবং ঘটনাস্থলে তীব্র পানি সংকটের কারণে আগুন নেভানোর কাজে দমকলকর্মীদের ব্যাপক চ্যালেঞ্জের মুখে পড়তে হয়।
ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানায়, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় বস্তির শতাধিক ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারের অনেকেই সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন।
আগুনে ঘর হারানো বাসিন্দা লাভলী বেগম আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “সাত বছর ধরে এখানে থাকি।
কিস্তিতে কিনে আনা সব জিনিসপত্র চোখের সামনে পুড়ে গেল। এখন আমরা পথেই বসে গেলাম।”
অগ্নিকাণ্ডের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এসআর
মন্তব্য করুন: