[email protected] বৃহঃস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
২০ অগ্রহায়ণ ১৪৩২

রাজধানীতে ঝুঁকিপূর্ণ ৩০০ ভবন চিহ্নিত : রাজউক চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৫ ৪:৪০ পিএম

সংগৃহীত ছবি

সাম্প্রতিক কয়েক দফা ভূমিকম্পের পর ঢাকায় ঝুঁকিপূর্ণ প্রায় ৩০০টি ভবন শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন রাজউক চেয়ারম্যান রিয়াজুল ইসলাম।

সোমবার (২৪ নভেম্বর) রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

রাজউক চেয়ারম্যান বলেন, “ভূমিকম্প-পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় সকল সংস্থার মধ্যে সমন্বয় জরুরি। সমন্বিত উদ্যোগ ছাড়া বড় ধরনের দুর্যোগ মোকাবিলা সম্ভব নয়।” তিনি সরকারের প্রতি সকল পক্ষকে সঙ্গে নিয়ে কার্যকর সমন্বয় তৈরির আহ্বান জানান।

তিনি আরও জানান, যথাযথ নিয়ম মেনেই ভবন নির্মাণের অনুমোদন দেয় রাজউক, এবং প্রতিষ্ঠানে অর্থের বিনিময়ে কোনো অনিয়ম হয় না।
রিয়াজুল ইসলাম বলেন, “রাজউক কারও জন্য প্ল্যান তৈরি করে না। বাড়ির মালিকরা ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট দিয়ে নকশা তৈরি করে রাজউকে জমা দেন, এই প্রতিশ্রুতি দিয়ে যে তারা রাজউকের বিধি মেনে চলবেন। পরে নিয়ম ভঙ্গ হলে জরিমানা বা শাস্তির দায় তাদেরই হওয়া উচিত—এ দায়ভার রাজউকের নয়।”

তিনি আরও মন্তব্য করেন, সিটি করপোরেশন, রাজউক ও ফায়ার সার্ভিস আলাদাভাবে কাজ করায় নগর ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। সমন্বয়ের অভাবই এ ধরনের সমস্যা বাড়িয়ে দিচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর