[email protected] শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
১৩ অগ্রহায়ণ ১৪৩২

রাজধানীতে চলন্ত প্রাইভেট কারে আগুন, বড় ধরনের দুর্ঘটনা এড়ালেন চালক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৫ ১:২১ পিএম

সংগৃহীত ছবি

রাজধানীর কুর্মিটোলা আর্মি গলফ ক্লাবের সামনে চলন্ত একটি প্রাইভেট কারে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটেছে।

তবে দ্রুত ব্যবস্থা নেওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ঘটনাটি ঘটে সোমবার (২৪ নভেম্বর) সকাল পৌনে ১১টার দিকে। আগুনের খবর পেয়ে কুর্মিটোলা ফায়ার স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, ১০টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

ক্যান্টনমেন্ট থানার ওসি আলমগীর জাহান বলেন, প্রাইভেট কারটি উত্তরা অভিমুখে যাচ্ছিল। হঠাৎ ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে দেখে চালক তৎক্ষণাৎ গাড়িটি রাস্তার পাশে থামিয়ে দেন। ওই সময় ঘটনাস্থলে পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়।

প্রাথমিকভাবে আগুনের উৎস ইঞ্জিন অংশ থেকেই বলে ধারণা করা হচ্ছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর