ভূমিকম্পের পর উদ্ভূত পরিস্থিতিতে পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
নিরাপত্তা বিবেচনায় চলতি মাসের ৩০ নভেম্বর পর্যন্ত কলেজের সব একাডেমিক কার্যক্রম স্থগিত থাকবে।
রোববার (২৩ নভেম্বর) কলেজের অধ্যক্ষ ডা. মাজহারুল ইসলাম শাহীন জানান, ভূমিকম্পের পর শিক্ষার্থীদের নিরাপত্তাকে প্রধান্য দিয়ে সব ক্লাস, পরীক্ষা ও অন্যান্য কার্যক্রম স্থগিত করা হয়েছে।
পাশাপাশি শিক্ষার্থীদের হলে থাকা ঝুঁকিপূর্ণ হতে পারে বিবেচনায় হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি বলেন, “দেশজুড়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে, শিক্ষার্থীদের নিরাপত্তাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই কলেজ বন্ধ রাখা হয়েছে। অনেক শিক্ষার্থী এখনও হলে থাকলেও তাদের দ্রুত হল ত্যাগের পরামর্শ দেওয়া হয়েছে।”
অধ্যক্ষ আরও জানান, পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হলে কলেজের একাডেমিক কার্যক্রম পুনরায় চালু করা হবে।
এসআর
মন্তব্য করুন: