[email protected] বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
৪ অগ্রহায়ণ ১৪৩২

সাত দিনের মধ্যে অবৈধ ব্যানার–পোস্টার অপসারণের নির্দেশ ডিএনসিসির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৫ ৬:৩৯ পিএম

সংগৃহীত ছবি

রাজধানী ঢাকায় অবৈধভাবে স্থাপন করা সব ধরনের ব্যানার, ফেস্টুন, পোস্টার ও বিজ্ঞাপনী সাইন সাত দিনের মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

মঙ্গলবার (১৮ নভেম্বর) এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ নির্দেশনা জারি করা হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডিএনসিসির আওতাধীন বিভিন্ন সড়ক, ভবন, দেয়াল ও ছাদে যথাযথ অনুমতি ছাড়াই ব্যানার, ফেস্টুন, পোস্টার, সাইনবোর্ড, এলইডি বিলবোর্ড ও অন্যান্য বিজ্ঞাপনী স্থাপন করা হয়েছে—যা আইনত অবৈধ।

ডিএনসিসি জানিয়েছে, আগামী সাত দিনের মধ্যে এসব অবৈধ স্থাপন নিজ দায়িত্বে অপসারণ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে অপসারণ না করা হলে সিটি করপোরেশন নিজ উদ্যোগে উচ্ছেদ করবে এবং সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে জরিমানাসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর