[email protected] বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
৪ অগ্রহায়ণ ১৪৩২

ঢাকায় শীতের আমেজ, নেমেছে তাপমাত্রা ১৮ ডিগ্রির নিচে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৫ ৮:১৬ এএম

সংগৃহীত ছবি

ঢাকায় শীতের আমেজ ক্রমেই বাড়ছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ৬টায় রাজধানীর তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস, যা এই মৌসুমে এখন পর্যন্ত অন্যতম কম।

এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৫৮ শতাংশ।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টা ঢাকার আকাশ পরিষ্কার থাকতে পারে। রাতের তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে দপ্তর। এ সময় দক্ষিণ ও দক্ষিণ–পূর্ব দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আবহাওয়া সারাদিনই প্রধানত শুষ্ক থাকতে পারে।

এ ছাড়া সর্বশেষ সারা দেশের জন্য দেওয়া ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে—আজ দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। ভোরের দিকে বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। সারাদেশেই দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে জানানো হয়েছে।

গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর