রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে এবি ব্যাংকের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
সোমবার (১৭ নভেম্বর) রাত আনুমানিক ৮টা ২৫ মিনিটে মোটরসাইকেলযোগে এসে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণের পর পুলিশ তাদের ধাওয়া করলেও আটক করতে পারেনি। ঘটনায় কেউ আহত হয়নি।
মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ধানমন্ডি ৩২ থেকে টহল টিমকে নির্দেশনা দিয়ে ফিরছিলাম। ঠিক তখনই ধানমন্ডি ২৭-এর এবি ব্যাংকের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। আমরা ধাওয়া করে ৮ নম্বর রোড পর্যন্ত যাই; কিন্তু তারা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।” বিষয়টি কন্ট্রোল রুমকে জানানো হয়েছে।
এর আগে সোমবার সন্ধ্যায় মিরপুর-১ ও মৌচাক এলাকায় আরও দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। মৌচাক ফ্লাইওভারের ওপর থেকে দুর্বৃত্তদের নিক্ষেপ করা ককটেলে এক রিকশাচালক আহত হন। মিরপুর-১ নম্বর মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সের সামনে ফুটওভার ব্রিজ থেকেও নাম–পরিচয় অজ্ঞাত এক ব্যক্তি দুটি ককটেল নিক্ষেপ করে, তবে সেখানে কেউ হতাহত হয়নি।
এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এক অভিযোগে ফাঁসি এবং অন্য অভিযোগে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেন। একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফাঁসির আদেশ এবং সাবেক আইজিপি চৌধুরী মামুনকে রাজসাক্ষী হওয়ায় পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
এই রায়কে কেন্দ্র করে আওয়ামী লীগ রোববার (১৬ নভেম্বর) ও সোমবার ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করে। কর্মসূচির সময় রাজধানীসহ বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে
এসআর
মন্তব্য করুন: