হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ১ নম্বর বহির্গমন টার্মিনালে হঠাৎ ধোঁয়া দেখা দিলে আতঙ্ক ছড়িয়ে পড়ে বিদেশগামী যাত্রীদের মধ্যে।
সোমবার বিকেল সোয়া ৩টার দিকে এ ঘটনা ঘটে।
ধোঁয়া দেখা মাত্র বিমানবন্দর কর্তৃপক্ষের ফায়ার সার্ভিস ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি সিভিল ডিফেন্সের অগ্নিনির্বাপক দলও সেখানে যোগ দেয়।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ফায়ার সার্ভিস বিভাগের প্রধান, ডেপুটি পরিচালক মো. রফিকুল ইসলাম, ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন—
“বহির্গমন টার্মিনাল এলাকায় আগুন লাগে। কেউ হতাহত হয়নি। প্রাথমিকভাবে ধারণা, কেউ সিগারেট খেয়ে ভবনের দুই দেয়ালের ফাঁকে ফেলে দেওয়ায় আগুনের সূত্রপাত হতে পারে।”
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার কারণ নিশ্চিত করতে তদন্ত চলছে। অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক করা হয় এবং যাত্রীদের চলাচলে কোনো বড় বাধা সৃষ্টি হয়নি।
এসআর
মন্তব্য করুন: