[email protected] বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
৪ অগ্রহায়ণ ১৪৩২

উপদেষ্টা রিজওয়ানার বাসার সামনে ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৫ ৩:৩৫ এএম

সংগৃহীত ছবি

রাজধানীর সেন্ট্রাল রোডে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে দুইটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

রোববার রাত ৯টার দিকে এ বিস্ফোরণ ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সৈয়দা রিজওয়ানা হাসান জানান, হঠাৎ বিকট শব্দ শোনার পর তিনি বাইরে এসে পরিস্থিতি দেখেন। পরে বাসার সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, দুই ব্যক্তি দ্রুত এসে ককটেল ফেলে বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যাচ্ছে।

প্রত্যক্ষদর্শীরাও জানান, দুই দুর্বৃত্ত দ্রুতগতিতে এসে ককটেল নিক্ষেপ করে মুহূর্তেই সরে পড়ে। বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানান, বিস্ফোরণের উৎস, উদ্দেশ্য ও সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় শনাক্তে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণের কাজ চলছে।

এর কিছুক্ষণ আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারওয়ান বাজারের সার্ক ফোয়ারা মোড়েও দুই দফা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

সেখানে হতাহতের খবর না মিললেও দুটি ঘটনার মধ্যে কি কোনো যোগসূত্র আছে—তাও তদন্ত করে দেখছে পুলিশ।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর