[email protected] বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
৪ অগ্রহায়ণ ১৪৩২

কারওয়ান বাজারে ককটেল বিস্ফোরণ, দুই থানার দ্বন্দ্ব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৫ ৯:২৩ পিএম

সংগৃহীত ছবি

রাজধানীর কারওয়ান বাজার মোড়ে রোববার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে দুটি ককটেল বিস্ফোরণ ঘটেছে।

পুলিশ জানিয়েছে, বিস্ফোরণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তবে বিস্ফোরণের সঠিক স্থান নিয়ে কলাবাগান ও তেজগাঁও থানা একে অপরের সাথে দ্বন্দ্বে জড়িয়েছে। তেজগাঁও থানা অভিযোগ করছে, ঘটনাটি কলাবাগান থানার আওতায়। অন্যদিকে কলাবাগান থানা বলছে, বিস্ফোরণ ঘটেছে তেজগাঁও থানার এলাকায়।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. ফজলে আশিক বলেন, “দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।”
অন্যদিকে তেজগাঁও থানার ওসি মোবারক হোসেন জানিয়েছেন, বিস্ফোরণটি কলাবাগান থানার আওতাধীন এলাকায় ঘটেছে।

উল্লেখ্য, ১৭ নভেম্বর (সোমবার) ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ঘোষণা করা হবে। এর আগে, রায়ের প্রতিবাদে আওয়ামী লীগ দেশজুড়ে লকডাউন কর্মসূচি ঘোষণা করেছিল, যা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থানের কারণে ব্যর্থ হয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর