[email protected] রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
২ অগ্রহায়ণ ১৪৩২

রাজধানীতে ৩ ঘণ্টায় পাঁচ ককটেল বিস্ফোরণ, তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৫ ৯:০৮ পিএম

সংগৃহীত ছবি

রাজধানীর মিরপুর, হাতিরঝিল ও মৌচাক এলাকায় তিন ঘণ্টার ব্যবধানে পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

শনিবার (১৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টা থেকে রাত সাড়ে ৭টার মধ্যে এসব বিস্ফোরণ ঘটে। তবে কোনো স্থানে হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের সহকারী কমিশনার (এসি) মো. মিজানুর রহমান জানিয়েছেন, বিকেল সাড়ে ৫টার দিকে মিরপুরের বিআরটিএ অফিসের পাশে প্রথম ককটেলটি বিস্ফোরিত হয়।

কে বা কারা এই ঘটনায় জড়িত, তা এখনও নিশ্চিত নয়। ঘটনাস্থল থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণের কাজ চলছে।

এর প্রায় দুই ঘণ্টা পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিরপুর ১২ নম্বরের মেট্রো স্টেশনের ১৭৯ নম্বর পিলারের কাছে আরও দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। পুলিশ ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু করেছে।

তার আগে সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে হাতিরঝিলের মধুবাগ ব্রিজে আরেকটি ককটেল বিস্ফোরিত হয়। হঠাৎ বিস্ফোরণের পর ঘটনাস্থলে থাকা একটি মোটরসাইকেলে আগুন ধরে যায়।

তবে এতে কেউ আহত হয়নি। হাতিরঝিল থানার এসআই ফুয়াদ আহমেদ জানান, বিস্ফোরণের পর দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায় এবং কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

সবচেয়ে আগে বিকেল সাড়ে ৪টার দিকে মৌচাক উড়ালসড়ক থেকে নিচে মৌচাক ক্রসিং এলাকায় একটি ককটেল ছোড়া হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, কয়েকজন দুর্বৃত্ত উড়ালসড়ক থেকে ককটেল ফাটিয়ে দ্রুত সরে যায়।

পাঁচটি বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিভিন্ন স্থানের ভিডিও ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করে ঘটনার প্রকৃতি ও সংশ্লিষ্টদের খুঁজে বের করার চেষ্টা চলছে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর