রাজধানীতে প্রতিদিনই নানা কর্মসূচি ও আয়োজনে সড়কে চাপ সৃষ্টি হয়, যা ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়।
তাই বাইরে বের হওয়ার আগে গুরুত্বপূর্ণ আয়োজনগুলোর অবস্থান ও সময় জেনে নেয়া জরুরি। আজ শনিবার (১৫ নভেম্বর) ঢাকায় যা যা রয়েছে—
জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে ঢাকার বিভিন্ন এলাকা ও উপজেলার ৪৪টি খাস পুকুর ও জলাশয় সংস্কার, উন্নয়ন ও সংরক্ষণ প্রকল্পের উদ্বোধন করবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
স্থান: কেরানীগঞ্জের আটি বাজার দড়িপাড়া
সময়: সকাল ১০টা
বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘গণতন্ত্র বিনির্মাণে নারী: আমরা কী পেলাম’ শীর্ষক রাউন্ড টেবিল আলোচনায় অংশ নেবেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।
স্থান: বিআইআইএসএস
সময়: বিকেল ৩টা
‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল বেতার শিল্পী আফরোজা নিজামীর সঙ্গে সাক্ষাৎ করবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও সংগঠনের প্রধান উপদেষ্টা রুহুল কবির রিজভী।
স্থান: শ্যামলী পিসি কালচার হাউজিং
সময়: বেলা সাড়ে ১১টা
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ‘শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।
স্থান: ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (কাকরাইল)
সময়: সকাল ১০টা
সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত খতমে নবুয়াত মহাসমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।স্থান: সোহরাওয়ার্দী উদ্যান
সময়: বেলা ১১টা
এসআর
মন্তব্য করুন: