[email protected] শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
১ অগ্রহায়ণ ১৪৩২

বেড়িবাঁধে বাসে আগুন, ধাওয়া খেয়ে নদীতে পড়ে একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৫ ৩:০৮ এএম

সংগৃহীত ছবি

রাজধানীর মিরপুর বেড়িবাঁধ এলাকায় পার্কিং করা একটি বাসে আগুন দিয়ে পালানোর সময় স্থানীয়দের ধাওয়ায় তুরাগ নদীতে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তামান্না পার্কের সামনে এ ঘটনা ঘটে।

শাহ আলী থানার ওসি মোহাম্মদ গোলাম আযম জানান, কিরণমালা পরিবহনের বাসটিতে আগুন দেওয়ার পর স্থানীয়রা দুজনকে ধাওয়া করলে তাদের একজন নদীতে পড়ে যায় এবং পরে মৃত অবস্থায় উদ্ধার হয়। তবে নিহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি।

থানার এসআই আনোয়ার জানান, ঘটনাস্থল থেকে রুদ্র মুহাম্মদ (২০) নামে এক যুবককে স্থানীয়রা ধরে পুলিশে দিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুইজন দুর্বৃত্ত ঢাকা মেট্রো ব-১৩-১২৬২ নম্বর বাসে আগুন লাগিয়ে পালানোর চেষ্টা করেছিল। স্থানীয়রা টের পেয়ে ধাওয়া করলে একজনকে ধরে ফেলে এবং অপরজন নদীতে ঝাঁপ দেয়।

ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বাসটির ভেতরের আসন ও জানালার গ্লাস পুড়ে যায়। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর