[email protected] বৃহঃস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
২৮ কার্তিক ১৪৩২

এবার পল্লবীতে মধ্যরাতে বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৫ ২:১৯ এএম

সংগৃহীত ছবি

রাজধানীর পল্লবীতে ট্রাস্ট পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার (১২ নভেম্বর) দিবাগত গভীর রাতের এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।

ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে তাদের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়, তবে প্রাথমিকভাবে এটি নাশকতার ঘটনা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে একই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর ধোলাইপাড় এলাকায় একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। দ্রুত পদক্ষেপে ফায়ার সার্ভিসের একটি ইউনিট সেখানে আগুন নেভায়।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও পরিবহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। এসব ঘটনায় উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মধ্যে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর