[email protected] বৃহঃস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
২৮ কার্তিক ১৪৩২

ঢাবির টিএসসিতে ককটেল বিস্ফোরণ, আহত ১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৫ ১:৩৭ এএম

সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনের সড়কে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বুধবার (১২ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে এ বিস্ফোরণ ঘটে।এতে একজন পথচারী আহত হয়েছেন এবং পাশে থাকা একটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়েছে।

আহত ব্যক্তির নাম জাহাঙ্গীর আলম চাকলাদার (৪৮)। তিনি জানান, টিএসসি এলাকা দিয়ে আজিমপুরের বাসায় ফেরার পথে হঠাৎ ককটেল বিস্ফোরণের শব্দ শুনে বুঝে ওঠার আগেই স্প্লিন্টারের আঘাতে তাঁর পিঠে আঘাত লাগে। পরে রাত পৌনে ১০টার দিকে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, আহত ব্যক্তির চিকিৎসা চলছে, তিনি আশঙ্কামুক্ত।

ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলের মালিক নাজমুস সাকিব জানান, তিনি ফুটপাতের পাশে বসে চা খাচ্ছিলেন, তখনই একটি ককটেল এসে পড়ে ও বিস্ফোরিত হয়। এতে তাঁর মোটরসাইকেলের তেলের ট্যাংক ক্ষতিগ্রস্ত হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সোহরাওয়ার্দী উদ্যানের দিক থেকে টিএসসিতে অনুষ্ঠিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শনীকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়ে থাকতে পারে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সোহরাওয়ার্দী উদ্যানের ভেতর থেকে কেউ ককটেল ছুড়েছে। ঘটনাস্থলে প্রক্টোরিয়াল টিম পাঠানো হয়েছে এবং পুলিশ সেখানে অভিযান চালাচ্ছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ চলছে।”

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, “বাংলা একাডেমির গেটের কাছে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে ককটেল ফাটিয়ে দ্রুত পালিয়ে যায়।”

পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘটনাটি তদন্ত করছে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর