রাজধানীর ধানমন্ডিতে ল্যাবএইড হাসপাতালের সামনে একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে।
সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, আগুনে ক্ষতিগ্রস্ত বাসটি শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয়ের। আগুন লাগার খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে কাজ করে।
তবে বাসটিতে আগুন কীভাবে লেগেছে—এটি নাশকতা, নাকি দুর্ঘটনা—তা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। ঘটনাস্থলে বাসে যাত্রী ছিল কি না কিংবা এটি পার্ক করে রাখা ছিল কি না, সে বিষয়েও ফায়ার সার্ভিস তাৎক্ষণিক কোনো তথ্য দিতে পারেনি।
এদিকে স্থানীয়দের বরাতে জানা গেছে, সাত-আটজন তরুণ বাসটির পাশ দিয়ে হেঁটে যাওয়ার পরপরই হঠাৎ আগুন ধরে যায়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এসআর
মন্তব্য করুন: