রাজধানীর পুরান ঢাকার বংশাল এলাকায় একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
শনিবার (৯ নভেম্বর) দিবাগত রাত ২টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার পাঁচ মিনিটের মধ্যেই উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. শাজাহান গণমাধ্যমকে জানান, বংশালে বিএনপি অফিসের পাশে চারতলা ভবনের নিচতলায় অবস্থিত ‘আল নাসির মিষ্টির দোকানে’ আগুন লাগে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে দুটি ইউনিট সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এসআর
মন্তব্য করুন: