 
                                                                        রাজধানীর মেট্রোরেলে বিয়ারিং প্যাড খুলে নিহত হওয়া ব্যক্তির পরিবারকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না— তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
একইসঙ্গে মেট্রোরেলে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ও দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন আদালত।
আদালত বলেছেন, মেট্রোরেল একটি জননিরাপত্তার বিষয়। তাই ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধে অবকাঠামোগত ত্রুটি ও রক্ষণাবেক্ষণ প্রক্রিয়া পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করা জরুরি।
এ বিষয়ে গঠিত কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে।
এসআর
মন্তব্য করুন: