[email protected] শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
১৬ কার্তিক ১৪৩২

মেট্রোরেল দুর্ঘটনায় নিহতের পরিবারকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৫ ১২:৫৫ পিএম

সংগৃহীত ছবি

রাজধানীর মেট্রোরেলে বিয়ারিং প্যাড খুলে নিহত হওয়া ব্যক্তির পরিবারকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না— তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

একইসঙ্গে মেট্রোরেলে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ও দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন আদালত।

আদালত বলেছেন, মেট্রোরেল একটি জননিরাপত্তার বিষয়। তাই ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধে অবকাঠামোগত ত্রুটি ও রক্ষণাবেক্ষণ প্রক্রিয়া পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করা জরুরি।

এ বিষয়ে গঠিত কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর