[email protected] শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
১৫ কার্তিক ১৪৩২

মেট্রোরেলের গতি কমল: নিরাপত্তায় নতুন সতর্কতা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৫ ৫:৩৫ পিএম

সংগৃহীত ছবি

রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেল স্টেশনের নিচে গতকাল (রোববার) মর্মান্তিক দুর্ঘটনায় এক পথচারীর মৃত্যুর পর থেকে সতর্কতা হিসেবে মেট্রোরেলের গতি কমিয়ে দেওয়া হয়েছে।

বর্তমানে বিজয় সরণি-ফার্মগেট-বিজয় সরণি অংশে ট্রেন ধীরগতিতে চলছে।

দুর্ঘটনার প্রায় ২৩ ঘণ্টা পর সোমবার (২৭ অক্টোবর) ফার্মগেট স্টেশন দিয়ে মেট্রোরেল চলাচল পুনরায় শুরু হয়। এ বিষয়ে মেট্রো ভ্রমণকারী অনেক যাত্রী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাদের অভিজ্ঞতা শেয়ার করেছেন।

এমআরটি লাইন-৬ এর একটি দায়িত্বশীল সূত্র জানায়, “নিরাপত্তার স্বার্থে উক্ত অংশে মেট্রোরেলের গতি সাময়িকভাবে সীমিত করা হয়েছে।”

ফেসবুকে জুবায়ের আবদুল্লাহ নামের একজন যাত্রী লেখেন,

“মেট্রোরেল পুরোপুরি চালু আছে — উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত চলছে। তবে ফার্মগেট অংশে খুব ধীরে চলছে, বিশেষ করে খামারবাড়ি মোড়ে।”

আরও কয়েকজন যাত্রী জানান, বিজয় সরণি পার হওয়ার পর থেকেই ট্রেনের গতি স্পষ্টভাবে কমে যায়। এক যাত্রী বলেন,

“আগেও বিজয় সরণি থেকে ফার্মগেট পর্যন্ত গতি তুলনামূলক কম ছিল, কিন্তু দুর্ঘটনার পর তা আরও ধীর হয়েছে।”

তবে, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেয়নি।

এর আগে সোমবার সকালে ডিএমটিসিএল এক বিবৃতিতে জানায়,

“মেট্রোরেলের সম্মানিত যাত্রীদের জানানো যাচ্ছে যে, আজ সকাল ১১টা থেকে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত সেবা পুনরায় চালু হয়েছে। সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।”

উল্লেখ্য, গতকাল (রোববার) দুপুর সোয়া ১২টার দিকে ফার্মগেট এলাকায় মেট্রোরেলের বিয়ারিং প্যাড খসে পড়ে পথচারী আবুল কালাম আজাদ নিহত হন। এ ঘটনার পরপরই মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। পরে বিকেলে আগারগাঁও-উত্তরা এবং সন্ধ্যায় শাহবাগ-মতিঝিল অংশে চলাচল স্বাভাবিক হয়। তবে দুর্ঘটনার পর থেকে আগারগাঁও-শাহবাগ অংশে সেবা বন্ধ ছিল।

এর আগেও, ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর একই এলাকায় বিয়ারিং প্যাড পড়ে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়েছিল, যদিও সেবার কোনো প্রাণহানি ঘটেনি।

চলতি দুর্ঘটনার পর মেট্রোরেল কর্তৃপক্ষ নিরাপত্তা ব্যবস্থার পুনর্মূল্যায়নে নেমেছে বলে জানা গেছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর