[email protected] শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
১৫ কার্তিক ১৪৩২

উত্তরা-মতিঝিল মেট্রোরেল চলাচল স্বাভাবিক: ডিএমটিসিএলের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৫ ১২:৩৫ পিএম

সংগৃহীত ছবি

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড খসে পড়ে এক পথচারীর মৃত্যুর ঘটনায় আগারগাঁও থেকে শাহবাগ পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকলেও, সোমবার (২৭ অক্টোবর) সকাল ১১টা থেকে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল সেবা পুনরায় চালু করা হয়েছে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) তাদের সরকারি ফেসবুক পেজে এক পোস্টে জানায়, “মেট্রোরেলের সম্মানিত যাত্রীদের জানানো যাচ্ছে যে, আজ সকাল ১১টা থেকে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল সেবা নিরবচ্ছিন্নভাবে চালু করা হয়েছে। সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।”

এর আগে রোববার (২৬ অক্টোবর) দুপুরে রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের একটি বিয়ারিং প্যাড নিচে পড়ে এক পথচারী নিহত হন। ঘটনার পরই আগারগাঁও থেকে শাহবাগ পর্যন্ত ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলের পাশ দিয়ে যাওয়ার সময় ওপর থেকে ভারী ধাতব বস্তুটি নিচে পড়ে পথচারীর মাথায় আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উল্লেখ্য, এর আগে গত ১৮ সেপ্টেম্বর খামারবাড়ি এলাকায় মেট্রোরেলের একটি পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ার ঘটনায়ও আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ ছিল প্রায় ১১ ঘণ্টা।

বড় সেতু বা উড়ালপথ নির্মাণে ব্যবহৃত বিয়ারিং প্যাড বিশেষ ধরনের রাবার দিয়ে তৈরি একটি গুরুত্বপূর্ণ উপাদান, যা কাঠামোর ওপরের চাপ সরাসরি পিলারে না ফেলে মাটিতে সঞ্চারিত করে। প্রতিটি বিয়ারিং প্যাডের ওজন প্রায় ১৪০ থেকে ১৫০ কেজি হয়ে থাকে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর