[email protected] শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
১৫ কার্তিক ১৪৩২

রূপনগরে আগুনের ১২ দিন পর আরও এক মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৫ ৯:৩২ পিএম

সংগৃহীত ছবি

রাজধানীর মিরপুরের রূপনগরে অগ্নিকাণ্ডের ১২ দিন পর পোশাক কারখানার ভেতর থেকে আরও এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

এতে করে এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ জনে।

রোববার (২৬ অক্টোবর) সন্ধ্যায় রূপনগর শিয়ালবাড়ি এলাকার ওই পোশাক কারখানার ধ্বংসস্তূপের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, “নতুন করে উদ্ধার হওয়া মরদেহটি আগুনে পুড়ে অজ্ঞাত অবস্থায় আছে। এখন পর্যন্ত মৃতের সংখ্যা ১৭ জনে দাঁড়িয়েছে।”

তিনি আরও জানান, মরদেহটি পুরুষ না নারী—তা নিশ্চিত হওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, এটি একজন নারীর হতে পারে, কারণ একটি পরিবার তাদের এক মেয়ের নিখোঁজ থাকার কথা জানিয়েছিল।

গত ১৪ অক্টোবর রূপনগরের ওই পোশাক কারখানা ও পাশের একটি কেমিক্যাল গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সদস্যরা দীর্ঘ সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন এবং পরে কারখানার ভেতর থেকে ১৬টি মরদেহ উদ্ধার করেন।

সেদিন রাতে মরদেহগুলো অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা সংগ্রহ শেষে ১৯ অক্টোবর লাশগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর