[email protected] শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
১৫ কার্তিক ১৪৩২

পল্লবীতে বহুতল ভবনের পোশাক কারখানায় আগুন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৫ ১২:০৪ এএম

সংগৃহীত ছবি

রাজধানীর পল্লবী থানাধীন কালশী রোডের একটি বহুতল ভবনের ছয়তলায় অবস্থিত পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

কারখানাটি কালশীর বিয়ে বাড়ি কমিউনিটি সেন্টার ভবনের ওপরের তলায় অবস্থিত বলে জানা গেছে।

শুক্রবার (২৪ অক্টোবর) রাত ১০টার পর ভবনটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের মিডিয়া শাখার স্টেশন অফিসার তালহা বিন জসিম বলেন, রাত ১০টা ১২ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পাওয়ার ১৫ মিনিটের মধ্যে পল্লবী ফায়ার স্টেশনের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরবর্তীতে ধারাবাহিকভাবে আরও নয়টি ইউনিট যোগ দেয়।

তিনি জানান, আগুনের সূত্রপাতের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুন পুরোপুরি নেভানোর পর ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হবে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০টার দিকে ভবনের ছয়তলা থেকে বিস্ফোরণের শব্দ শোনা যায়।

এরপর জানালা দিয়ে আগুনের শিখা বের হতে দেখা যায়। মুহূর্তেই স্থানীয় বাসিন্দারা বাইরে বেরিয়ে আসেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। রাত সোয়া ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

স্থানীয় বাসিন্দা মো. বিপ্লব বলেন, ভবনটির নিচতলা ও দোতলায় কমিউনিটি সেন্টার এবং ওপরের তলাগুলোতে পোশাক কারখানা চালু রয়েছে। শুক্রবার কারখানাগুলো বন্ধ থাকায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর