[email protected] শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
১৫ কার্তিক ১৪৩২

ফার্মগেটে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৫ ১:০৫ পিএম

সংগৃহীত ছবি

নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর ফার্মগেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।

তাদের এ কর্মসূচির কারণে ওই এলাকায় সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে ফার্মগেট মোড়ে হঠাৎ রাস্তায় নেমে আসে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তারা ব্যানার–প্ল্যাকার্ড হাতে নিয়ে নিরাপদ সড়কের দাবিতে স্লোগান দিতে থাকেন। ফলে মুহূর্তেই ফার্মগেট, বিজয় সরণি, বাংলামোটর ও কারওয়ান বাজারমুখী সড়কে যানজট তৈরি হয়।

সড়ক অবরোধের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান। তিনি বলেন, “শিক্ষার্থীরা ফার্মগেট মোড়ে অবস্থান নিয়েছে। পরিস্থিতি শান্তভাবে নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।”

এ সময় পুলিশ ঘটনাস্থলে মোতায়েন হয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর