[email protected] শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
১৫ কার্তিক ১৪৩২

রাজধানীর জেনেভা ক্যাম্পে সংঘর্ষে নিহত ১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৫ ১১:০৮ এএম

নিহত জাহিদ

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে দুই পক্ষের সংঘর্ষের সময় ‘ককটেল’ বিস্ফোরণে মো. জাহিদ (২০) নামের এক তরুণ নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ভোরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্বজন ও হাসপাতাল সূত্র।

নিহত জাহিদ জেনেভা ক্যাম্পের বাসিন্দা। পাঁচ বোন ও দুই ভাইয়ের মধ্যে তিনি সবার ছোট। রাজধানীর কল্যাণপুরে মোবাইল সার্ভিসিংয়ের একটি দোকানে কাজ করতেন।

জাহিদের ভগ্নিপতি রবিন হোসেন জানান, ভোরে ক্যাম্পের ভেতরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলছিল। সে সময় জাহিদ বাসা থেকে বাইরে বের হয়ে সামনের দিকে গেলে একটি ককটেল তার মাথায় এসে পড়ে। এতে তিনি গুরুতর আহত হন।

প্রথমে তাকে স্থানীয় ট্রমা সেন্টারে নেওয়া হয়, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে ভোর সাড়ে চারটার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি মোহাম্মদপুর থানায় জানানো হয়েছে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর