[email protected] বুধবার, ২২ অক্টোবর ২০২৫
৭ কার্তিক ১৪৩২

স্টেশনে ঢুকে মেট্রোরেলে না উঠলেও কাটবে ১০০ টাকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৫ ২:১১ এএম

সংগৃহীত ছবি

মেট্রোরেলের কোনো স্টেশনে কার্ড স্ক্যান করে ভেতরে প্রবেশ করার পর যাত্রা না করেই বেরিয়ে গেলে ১০০ টাকা ভাড়া কাটা হবে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) ২০ অক্টোবর থেকে নতুন এই নিয়ম কার্যকর করেছে।

এর আগে যাত্রীরা স্টেশনে প্রবেশের পাঁচ মিনিটের মধ্যে কার্ড স্ক্যান করে বেরিয়ে গেলে কোনো ভাড়া কাটা হতো না। তবে নতুন নিয়মে সেই সুযোগ থাকছে না।

মঙ্গলবার (২১ অক্টোবর) রাজধানীর কারওয়ান বাজার স্টেশনে গিয়ে দেখা যায়, ‘স্টেশনে প্রবেশের পর মেট্রোরেলে না উঠেই বের হলে ১০০ টাকা ভাড়া কাটা হবে’—এমন নোটিশ ঝোলানো হয়েছে।

মেট্রোরেল স্টেশনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে জানান, এখন থেকে স্টেশনের ভেতর দিয়ে ‘ফ্রি এন্ট্রি’ বা ‘ফ্রি এক্সিট’ নেওয়া যাবে না। গতকাল থেকেই এই নিয়ম কার্যকর হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ডিএমটিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ বলেন, তিনি নতুন এই নিয়ম সম্পর্কে অবগত নন। তবে বর্তমানে মেট্রোরেলের নিরাপত্তা নিশ্চিতকরণকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর