[email protected] রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
৪ কার্তিক ১৪৩২

রাজধানীতে নাশকতার পরিকল্পনা: আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৫ ৭:০১ পিএম

সংগৃহীত ছবি

রাজধানীতে নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (১৯ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন:

  • সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সদর ইউনিয়নের চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুস সালেক (৪৬)
  • ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৯ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. জামাল উদ্দীন ওরফে হাসান উদ্দীন জামাল (৪২)
  • শেরেবাংলা নগর থানা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মো. আফজাল খান সুমন (৪২)
  • ঢাকা মহানগর দক্ষিণের ওয়ারী থানা ৪১ নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুস সালাম বেপারী নয়ন (৪৩)

উপ-পুলিশ কমিশনার তালেবুর রহমান জানান, শনিবার দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে রাজধানীর মোহাম্মদপুরের নবোদয় হাউজিং এলাকায় অভিযান চালিয়ে মো. আব্দুস সালেককে গ্রেপ্তার করে ডিবি গুলশান বিভাগের একটি টিম। বিকাল ৫টার দিকে কদমতলীর মেরাজনগর এলাকা থেকে ডিবি মতিঝিল বিভাগের টিম মো. জামাল উদ্দীনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের বিষয়টি দেশীয় নিরাপত্তা ও জনশান্তি রক্ষায় জরুরি পদক্ষেপ হিসেবে ডিবি দেখেছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর