[email protected] রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
৪ কার্তিক ১৪৩২

উত্তরায় ৫ হাজারের বেশি পুলিশ মোতায়েন, প্রবেশে সর্বোচ্চ কড়াকড়ি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৫ ৮:৪০ পিএম

সংগৃহীত ছবি

রাজধানীর উত্তরায় নেয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনার পরিপ্রেক্ষিতে পুরো এলাকা এখন কঠোর নজরদারিতে। প্রবেশে জারি করা হয়েছে কঠোর বিধিনিষেধ—শুধুমাত্র কার্ডধারী অনুমোদিত ব্যক্তিরাই এলাকায় প্রবেশ করতে পারছেন, অন্যদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ।

শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. মহিদুল ইসলাম।

তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ৫ হাজারেরও বেশি পুলিশ সদস্য মাঠে কাজ করছেন। শুধু পুলিশ নয়—উত্তরা বিভাগের ছয়টি থানার সদস্যদের পাশাপাশি সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী, র‌্যাব ও বিজিবির সদস্যরাও সমন্বিতভাবে দায়িত্ব পালন করছেন।

ডিসি মহিদুল ইসলাম বলেন,

“কার্ডধারী ছাড়া অন্য কাউকে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না। আমরা পুরো এলাকাকে নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছি, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি না হয়।”

এদিকে, বিমানবন্দর এলাকায় নিরাপত্তা বলয় আরও শক্ত করা হয়েছে। সন্দেহজনক চলাচল বা কার্যকলাপের ওপর রাখা হয়েছে বিশেষ নজর। উত্তরার প্রধান সড়ক ও সংলগ্ন এলাকায় পুলিশি টহলও বাড়ানো হয়েছে।

নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, পরিস্থিতি এখন পুরোপুরি নিয়ন্ত্রণে, তবে সতর্কতা হিসেবে এই কঠোর নিরাপত্তা বলয় বজায় থাকবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর