রাজধানীর মিরপুরের রূপনগরে একটি পোশাক কারখানা ও কেমিক্যাল গুদামে ভয়াবহ আগুনে ৯ জন নিহত হয়েছেন।
এছাড়া, এ ঘটনায় আরও কয়েকজন দগ্ধ ও আহত হয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে এ দুর্ঘটনা ঘটে।দ্বিতীয় তলা থেকে ৯ মরদেহ উদ্ধার
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম জানান,
“রূপনগরের আগুনে এখন পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।”
ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মো. তাজুল ইসলাম চৌধুরী বলেন,
“আগুন লাগা ভবনের দ্বিতীয় তলা থেকে ৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা ভবনের অন্যান্য তলাগুলোতেও তল্লাশি চালাচ্ছেন।”
আগুন নিয়ন্ত্রণে ১২টি ইউনিট কাজ করছে
ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
আগুন লাগার খবর সকাল ১১টা ৪০ মিনিটে ফায়ার সার্ভিসে পৌঁছায় এবং প্রথম ইউনিট ১১টা ৫৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে।
আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
দগ্ধদের হাসপাতালে পাঠানো হয়েছে
দগ্ধ ও আহতদের উদ্ধার করে নিকটস্থ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাদের পরিচয় এখনো জানা যায়নি।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভবনের নিচতলায় কেমিক্যাল মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ফলে উপরের তলায় থাকা শ্রমিকরা বের হতে না পেরে আটকা পড়েন।
ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে ফায়ার সার্ভিস বিস্তারিত জানাবে বলে জানিয়েছে।
এসআর
মন্তব্য করুন: