রাজধানীর মিরপুরে একটি পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যার পর মিরপুরের একটি শিল্প এলাকায় এ আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আনতে আশপাশের এলাকা থেকে অতিরিক্ত পানি সরবরাহ করা হচ্ছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আনতে কাজ চলছে।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এসআর
মন্তব্য করুন: