ঢাকার সড়কে প্রতিদিন নানা ধরনের কর্মসূচির কারণে তৈরি হয় ভোগান্তি।
তাই দিনের শুরুতেই জানা দরকার কোথায় কী আয়োজন রয়েছে। আজ শনিবার (৪ অক্টোবর) রাজধানীতে অনুষ্ঠিত হতে যাওয়া কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচি নিচে তুলে ধরা হলো—
ধানমন্ডির মসজিদ উত তাকওয়ায় সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে ‘সিরাতুন নবী (সা.) বিষয়ক আলোচনা সভা ও প্রদর্শনী’। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে বেলা ১১টায় কেন্দ্রীয় উলামা কমিটির উদ্যোগে দেশের বিশিষ্ট দাঈ ও ওয়ায়েজদের সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দুপুর সাড়ে ১২টায় অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মনোনীত প্রার্থীদের মতবিনিময় সভা ও প্রেস ব্রিফিং। এতে খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ, মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন।
সকাল ১০টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে অনুষ্ঠিত হবে ‘স্বাধীনতার পথরেখা ৪৭, ৭১, ২৪ : প্রেক্ষিত আগামীর বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল বৈঠক। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই)।
এসআর
মন্তব্য করুন: