[email protected] বৃহঃস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
১৭ আশ্বিন ১৪৩২

শরতের বৃষ্টিতেও ঢাকায় জলাবদ্ধতা, ভোগান্তি বাড়ছে নগরবাসীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ অক্টোবর ২০২৫ ১২:৪২ পিএম

সংগৃহীত ছবি

ঢাকায় মাঝারি বৃষ্টিতেই যেন নিত্যচিত্র জলাবদ্ধতা। প্রতি বছর বর্ষায় তলিয়ে যায় সড়ক-অলিগলি, স্থবির হয়ে পড়ে যান চলাচল, বেড়ে যায় জনদুর্ভোগ।

এবার শরতের বৃষ্টিতেও তার ব্যতিক্রম ঘটেনি—ডুবছে রাজধানীর প্রধান সড়ক থেকে শুরু করে অলি-গলিও।

জলাবদ্ধতা নিরসনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন কোটি কোটি টাকা ব্যয় করলেও বাস্তবে তেমন কোনো সুফল মিলছে না বলে অভিযোগ নগরবাসীর।

তাদের ভাষ্য, সামান্য বৃষ্টিতেই হাঁটু বা কোমর সমান পানি জমে যায় সড়কে। ময়লা-দুর্গন্ধযুক্ত পানি মাড়িয়ে চলতে গিয়ে দুর্ঘটনার শিকার হতে হয় অনেককে। বিদ্যুতায়িত হয়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে। বিমানবন্দর এলাকার মতো গুরুত্বপূর্ণ স্থানও ডুবে যাচ্ছে।

তবে দুই সিটি করপোরেশনের কর্মকর্তাদের দাবি, তারা কয়েক মাস আগ থেকেই জলাবদ্ধতা নিরসনে ড্রেন, নালা ও খাল পরিষ্কারের কাজ চালিয়ে যাচ্ছেন।

যেসব এলাকায় নিয়মিত জলাবদ্ধতা হয়, সেখানে বিশেষ প্রকল্পও নেওয়া হয়েছে। কিন্তু নাগরিকদের অসচেতনতার কারণে উদ্যোগ কাজে আসছে না। তাদের মতে, ড্রেন ও নালায় প্লাস্টিক, পলিথিনসহ বর্জ্য ফেলায় পানি প্রবাহ ব্যাহত হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, ২২ সেপ্টেম্বর সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত তিন ঘণ্টায় ঢাকায় ৭১ মিলিমিটার এবং এর আগে ২১ সেপ্টেম্বর রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত ৩৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়।

এ বৃষ্টিতে নগরের শতাধিক স্থানে জলাবদ্ধতা তৈরি হয়। কোথাও হাঁটু সমান, আবার কোথাও কোমর সমান পানি জমে যায়। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর