[email protected] রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
১৩ আশ্বিন ১৪৩২

হাজী সেলিমের বাড়ি ঘিরে যৌথ বাহিনী, উদ্ধার বিলাসবহুল গাড়ি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৫ ৩:৩৬ পিএম

সংগৃহীত ছবি

রাজধানীর আজিমপুর দায়রা শরিফ এলাকায় সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের একটি বাড়ি ঘিরে অভিযান শুরু করেছে যৌথ বাহিনী।

রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ভবনটি ঘেরাও করতে দেখা যায়।

লালবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তফা কামাল খান গণমাধ্যমকে বলেন, “আমরা জানতে পেরেছি যৌথ বাহিনী হাজী সেলিমের বাসায় অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য আমাদের কাছে নেই।”

অভিযান সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ভবনের আন্ডারগ্রাউন্ড (ভূগর্ভস্থ) পার্কিংয়ের একটি গোপন কক্ষ থেকে ছয়টি বিলাসবহুল গাড়ি উদ্ধার করা হয়েছে। এ সময় ভবনের ম্যানেজারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।

উদ্ধারকৃত গাড়ির মধ্যে একটি সংসদ সদস্যের লোগো সংবলিত গাড়িও রয়েছে বলে জানা গেছে। তবে গাড়িগুলোর মালিকানা ও উৎস সম্পর্কে ভবনের ম্যানেজার কোনো সঠিক তথ্য দিতে পারেননি।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর