যাত্রীচাহিদা বাড়ায় মেট্রোরেল চলাচলের সময় বাড়ানো হচ্ছে। নতুন ব্যবস্থায় সকালে ট্রেন ছাড়বে আধাঘণ্টা আগে এবং রাতে চলবে আধাঘণ্টা বেশি।
পাশাপাশি ব্যস্ত সময়ে ট্রেনের বিরতি কমে আসবে, অর্থাৎ এখন থেকে প্রতি ৪ মিনিট ১৫ সেকেন্ড পরপর ট্রেন ছাড়বে; বর্তমানে এই বিরতি সর্বনিম্ন ৬ মিনিট।
আগামী শুক্রবার (২৭ সেপ্টেম্বর) থেকে পরীক্ষামূলকভাবে এই নতুন সময়সূচি কার্যকর হবে। পরীক্ষামূলক চলাচলের সময়ও যাত্রী পরিবহন করা হবে, খালি ট্রেন চালানো হবে না।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানায়, বর্তমানে উত্তরা থেকে প্রথম ট্রেন ছাড়ে সকাল ৭টা ১০ মিনিটে এবং শেষ ট্রেন রাত ৯টায়।
মতিঝিল থেকে প্রথম ট্রেন ছাড়ে সকাল ৭টা ৩০ মিনিটে এবং শেষ ট্রেন রাত ৯টা ৪০ মিনিটে। নতুন সূচি অনুযায়ী উত্তরা থেকে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৬টা ৪০ মিনিটে এবং শেষ ট্রেন রাত ৯টা ৩০ মিনিটে। মতিঝিল থেকে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭টায় এবং শেষ ট্রেন রাত ১০টা ১০ মিনিটে।
প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, নতুন সময়সূচি চালু হলে মেট্রোরেলের পূর্ণ সক্ষমতা কাজে লাগানো সম্ভব হবে।
বর্তমানে প্রতিদিন গড়ে ৪ লাখ ২০ হাজার যাত্রী মেট্রোরেলে যাতায়াত করেন। গত ৬ আগস্ট সর্বোচ্চ ৪ লাখ ৫৬ হাজার ৭৪৬ যাত্রী পরিবহন করা হয়। নতুন ব্যবস্থা কার্যকর হলে দৈনিক যাত্রীসংখ্যা পাঁচ লাখ ছাড়াবে বলে আশা করা হচ্ছে।
এসআর
মন্তব্য করুন: