[email protected] সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
৭ আশ্বিন ১৪৩২

রাতভর বৃষ্টিতে ঢাকায় জলাবদ্ধতা, ভোগান্তিতে নগরবাসী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৫ ১২:৫২ পিএম

রাজধানী ঢাকায় রাতভর টানা বৃষ্টিতে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে দেখা যায়, প্রধান সড়ক ছাড়াও অনেক অলিগলিতে হাঁটুসমান পানি জমে আছে।

এতে সকালেই কর্মস্থলগামী মানুষকে পড়তে হয়েছে চরম ভোগান্তিতে।

মিরপুর, মতিঝিল, আরামবাগ, রাজারবাগ, মগবাজার ও মৌচাকের কিছু এলাকায় পানি জমে থাকতে দেখা গেছে। হাতিরঝিলের কয়েকটি অংশেও একই অবস্থা বিরাজ করছে। ফলে একাধিক সড়কে যানজটেরও সৃষ্টি হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রোববার রাত ১২টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত ঢাকায় ৩৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এছাড়া দুই দিনের ব্যবধানে বঙ্গোপসাগরে দুটি লঘুচাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

এর মধ্যে একটি আগামী ২৪ ঘণ্টার মধ্যেই তৈরি হতে পারে এবং অন্যটি ২৪ সেপ্টেম্বরের দিকে সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে সোমবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকায় আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে।

এ সময় আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলেও জানানো হয়েছে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর