ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে স্বজনদের সঙ্গে হাসপাতালের স্টাফদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন।
ঘটনাটি ঘটে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে। নিহত শিশুর পরিবার রাজধানীর বংশাল এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
হাসপাতাল সূত্রে জানা যায়, নয় বছর বয়সী শিশুটিকে বিকেলে ঢামেকের ২১০ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। রাত ৯টার দিকে সে মারা গেলে স্বজনরা চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে চিকিৎসক ও স্টাফদের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে হাতাহাতির ঘটনাও ঘটে।
পরে রাত পৌনে ১০টার দিকে বংশাল এলাকা থেকে শতাধিক যুবক হাসপাতালে গিয়ে জরুরি বিভাগে ভাঙচুর চালায় এবং ট্রলিম্যানসহ স্টাফদের ওপর হামলা করে। এতে পাঁচজন আহত হন। তাদের মধ্যে দুজন বর্তমানে ঢামেকেই চিকিৎসাধীন আছেন।
ঢামেক ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, “শিশুটি মারা যাওয়ার পর স্বজনরা চিকিৎসক ও স্টাফদের সঙ্গে প্রথমে বাকবিতণ্ডায় জড়ান। পরে তাকে নিয়ে যাওয়ার সময় ট্রলিম্যানদের সঙ্গে হাতাহাতি হয়। এর কিছুক্ষণ পর বংশাল থেকে শতাধিক যুবক এসে জরুরি বিভাগে হামলা চালায়।”
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর জানান, শিশুর মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতালের ভেতরে উত্তেজনা সৃষ্টি হয়েছিল। তবে দ্রুত পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে হাসপাতালের পরিবেশ স্বাভাবিক রয়েছে।
এসআর
মন্তব্য করুন: