দায়িত্বে অবহেলার অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের তিন কর্মকর্তাকে ক্লোজ (প্রত্যাহার) করা হয়েছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস. এন. নজরুল ইসলাম হঠাৎ মোহাম্মদপুর থানায় পরিদর্শনে গেলে এ ব্যবস্থা নেন।
ক্লোজ হওয়া কর্মকর্তারা হলেন—
ডিএমপির একটি সূত্র জানায়, কমিশনারের স্পষ্ট নির্দেশনা রয়েছে— কোনো এলাকায় ক্ষমতাচ্যুত দলের মিছিল বা সমাবেশ হলে সংশ্লিষ্ট থানার কর্মকর্তাদের তাৎক্ষণিকভাবে জবাবদিহির আওতায় আনা হবে।
কিন্তু শুক্রবার জুমার নামাজের পর মোহাম্মদপুর এলাকায় পরিস্থিতি সরেজমিন পর্যবেক্ষণে গিয়ে অতিরিক্ত কমিশনার দেখতে পান, দায়িত্ব পালনের পরিবর্তে কর্মকর্তারা খাওয়া ও বিশ্রামে ব্যস্ত। পরে সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
এসআর
মন্তব্য করুন: