[email protected] শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২

রাজধানীর ইন্দিরা রোড থেকে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৫ ১:০১ এএম

সংগৃহীত ছবি

রাজধানীর শেরেবাংলা নগর থানার ইন্দিরা রোড থেকে আওয়ামী লীগ নেতা এস এম আশরাফুল আলম আসকর (৬০)–কে গ্রেপ্তার করেছে পুলিশ।

তিনি গাজীপুরের কাশিমপুর থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এবং গাজীপুর মহানগর আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি আশরাফুল আলম আসকর ওই এলাকায় অবস্থান করছেন। পরে দুপুর ৩টার দিকে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।

পুলিশ সূত্রে জানা গেছে, আশরাফুল আলম আসকরের বিরুদ্ধে গাজীপুর মহানগর পুলিশের গাছা ও জয়দেবপুর থানায় পৃথক দুটি মামলা রয়েছে। বর্তমানে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর