[email protected] বৃহঃস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২

সাত দলের বিক্ষোভে রাজধানীতে যানজট, দুর্ভোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৫ ৫:৩১ পিএম

সংগৃহীত ছবি

রাজধানীর পুরানা পল্টন, বায়তুল মোকাররম ও প্রেসক্লাব এলাকায় সাত দলের বিক্ষোভ কর্মসূচির কারণে বিকেল থেকে তীব্র যানজটের সৃষ্টি হয়।

এতে পল্টন, গুলিস্তান, মতিঝিল ও সচিবালয় এলাকায় ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

আজ বৃহস্পতিবার বিকেল তিনটায় জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিসসহ সাতটি দলের সমাবেশ ও মিছিল শুরু হয়।

বায়তুল মোকাররম গেট থেকে হাতপাখার প্রতীক নিয়ে একটি মিছিল পুরানা পল্টন হয়ে দৈনিক বাংলা মোড়ে যায়। এ সময় পুলিশ দুই পাশের সড়কে যান চলাচল বন্ধ রাখে।

আকাশ পরিবহনের চালকের সহকারী মো. সুমন জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলাকা থেকে গাড়ি ছাড়লেও গুলিস্তান পৌঁছানোর পরই ব্যাপক যানজটের মুখে পড়তে হয়। পুরানা পল্টন মোড় পার হতে অর্ধঘণ্টারও বেশি সময় লাগছে।

বিক্ষোভকারীরা জুলাই সনদ কার্যকর, রাষ্ট্রীয় সংস্কার, পিআর পদ্ধতিতে নির্বাচন এবং অভ্যুত্থানে নিহতদের হত্যার বিচারসহ কয়েক দফা দাবি জানান। দলগুলোর দাবি-দাওয়া সংখ্যায় ভিন্ন হলেও মূল বিষয়বস্তু প্রায় অভিন্ন।

আজকের মতো ঢাকা শহরে কর্মসূচি পালন শেষে আগামীকাল শুক্রবার বিভাগীয় শহরগুলোতে এবং ২৬ সেপ্টেম্বর সব জেলা ও উপজেলায় একই ধরনের বিক্ষোভ আয়োজন করবে সাতটি রাজনৈতিক দল। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর