সাত দফা দাবিতে ফের সড়ক অবরোধ করেছেন পলিটেকনিক শিক্ষার্থীরা।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে তারা রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার সাতরাস্তা মোড়ে অবস্থান কর্মসূচি শুরু করেন। এতে ওই মোড়সহ আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে—
- জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় বাতিল ও সংশ্লিষ্টদের চাকরিচ্যুতি,
- ২০২১ সালের বিতর্কিত নিয়োগবিধি সংশোধন,
- ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে বয়সসীমাহীন ভর্তির নিয়ম বাতিল,
- চার বছর মেয়াদি আধুনিক কারিকুলাম প্রণয়ন,
- উপসহকারী প্রকৌশলী পদে (১০ম গ্রেড) ডিপ্লোমা প্রকৌশলীদের পদ সংরক্ষণ,
- কারিগরি শিক্ষা খাতের সব প্রশাসনিক পদে কারিগরি শিক্ষায় শিক্ষিত ব্যক্তিদের নিয়োগ,
- স্বতন্ত্র কারিগরি মন্ত্রণালয় ও কারিগরি শিক্ষা সংস্কার কমিশন গঠন,
- উচ্চশিক্ষার জন্য বিশেষায়িত টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং নির্মাণাধীন ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে শতভাগ আসনে ভর্তির সুযোগ নিশ্চিত করা।
এর আগে মঙ্গলবার দুপুরে শিক্ষার্থীরা ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে একটি মিছিল বের করেন। মিছিলটি সাতরাস্তা মোড়ে গিয়ে অবস্থান নেয় এবং প্রায় আধাঘণ্টা ধরে স্লোগান দেয়। এতে ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয়।
মন্তব্য করুন: