[email protected] সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
৩১ ভাদ্র ১৪৩২

তিতুমীর কলেজের সামনে বিক্ষোভ, মহাখালীতে যানজট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৫ ৪:৫০ পিএম

সংগৃহীত ছবি

সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর থেকে কলেজের সামনের সড়কের উভয় পাশে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন।

এতে গুলশান-১ থেকে আমতলী, জাহাঙ্গীর গেট/মহাখালীমুখী এবং বিপরীত দিকের যান চলাচল বন্ধ হয়ে গেছে।

শিক্ষার্থীরা দাবি করেছেন, যদিও পৃথক বিশ্ববিদ্যালয় করার দাবি পূরণ হয়নি, তবুও নিজেদের স্বতন্ত্র কাঠামো বজায় রাখার দাবিতে তারা আন্দোলনে নেমেছেন।

ডিএমপির ট্রাফিক গুলশান বিভাগের ফেসবুক পেজে জানানো হয়েছে—

  • অর্ধশতাধিক শিক্ষার্থী বেলা সাড়ে ১২টার দিকে কলেজের সামনে অবস্থান নিলে মহাখালীর আমতলী থেকে গুলশানের পথে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
  • ফলে ওই এলাকায় বড় ধরনের যানজট সৃষ্টি হয়।

বনানী থানার পরিদর্শক (অপারেশন্স) এ কে এম মইনুদ্দিন বলেন, “আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছি এবং তাদেরকে সড়ক থেকে সরার জন্য অনুরোধ করা হচ্ছে।”

ডিএমপির দেওয়া বিকল্প রুট (ডাইভারশন) হলো—
১. উত্তরার দিক থেকে আসা যানবাহন যারা আমতলী থেকে গুলশান-১ যেতে চান, তারা কাকলী বামে টার্ন করে গুলশান-২ হয়ে গুলশান-১ পুলিশ প্লাজার পথে যেতে পারবেন।
২. জাহাঙ্গীর গেট/মহাখালী থেকে আসা যানবাহনরা উত্তরে সোজা গিয়ে বনানী কবরস্থানের সামনের ইউটার্ন (ছোট যানবাহন) ও আর্মি স্টেডিয়ামের সামনে ইউটার্ন করে গুলশান-২ হয়ে গন্তব্যে পৌঁছাতে পারবে।
৩. মহাখালী ফ্লাইওভার ব্যবহার করে উত্তরের দিক থেকে জাহাঙ্গীর গেট যাওয়া যাবে।
৪. জাহাঙ্গীর গেট থেকে একইভাবে ফ্লাইওভার ব্যবহার করে উত্তরের দিকে যাওয়া সম্ভব।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর