রাজধানীর মোহাম্মদপুরের নবীনগর এলাকায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে দুই যুবক নিহত হয়েছেন।
বুধবার (১০ সেপ্টেম্বর) ভোরে দুটি স্থানে পৃথকভাবে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন—সুজন ওরফে বাবুল (১৯) এবং হানিফ (২৬)। এ সময় নাটা ফয়সাল ও শরীফ নামে আরও দুইজন আহত হয়ে পুলিশের হেফাজতে রয়েছেন।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোররাতে ছিনতাইয়ের চেষ্টা করলে উত্তেজিত জনতা সুজনকে আটক করে গণপিটুনি দেয়। পুলিশ গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে পরে উন্নত চিকিৎসার জন্য জাতীয় অর্থোপেডিক (পঙ্গু) হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
একই রাতে একই এলাকায় ছিনতাই করতে গিয়ে গুরুতর আহত হন হানিফ। পুলিশ তাকে পঙ্গু হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়। নিহত দুজনের বাড়ি মোহাম্মদপুর থানার বছিলা ৩ নম্বর রোড এলাকায়। ওসি রফিক জানান, সুজন ও হানিফের বিরুদ্ধে ছিনতাই ও ডাকাতির অভিযোগে চারটি করে মামলা ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৩টার দিকে স্থানীয় জনতা প্রথমে শরীফ ও সুজনকে ধরে গণপিটুনি দেয়। আহত অবস্থায় তাদের হাসপাতালে পাঠালে সুজন মারা যান। পরে ভোরের দিকে একইভাবে ফয়সাল ও হানিফকে গণপিটুনি দেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর হানিফের মৃত্যু হয়। বর্তমানে ফয়সাল ও শরীফ পুলিশের হেফাজতে চিকিৎসাধীন।
এর আগে গত ৮ সেপ্টেম্বর মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউন এলাকায় ছিনতাইয়ের অভিযোগে ইয়ামিন (২৩) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করে স্থানীয়রা।
এসআর
মন্তব্য করুন: