রাজধানীতে প্রতিদিনই নানা কর্মসূচির কারণে সড়কে বিড়ম্বনায় পড়তে হয় সাধারণ মানুষকে।
কোথাও সভা-সমাবেশ, কোথাও মানববন্ধন—ফলে ব্যাহত হয় স্বাভাবিক চলাচল। তাই সকালে বের হওয়ার আগে আজ সোমবার (০৮ সেপ্টেম্বর) রাজধানীতে কোন কোন কর্মসূচি রয়েছে তা জেনে নিন—
পরিবেশ উপদেষ্টার কর্মসূচি
ব্রাইটার্স ইয়ুথ সোসাইটি ও অ্যাকশনএইড বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত ইয়ুথ কপ ২০২৫-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে রাজধানীর গুলশানের হোটেল লেকশোর গ্র্যান্ডে।
- প্রধান অতিথি: পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান।
- আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক নীতি নির্ধারক, কূটনীতিক, সরকারি প্রতিনিধি, বিশেষজ্ঞ ও রাজনৈতিক ব্যক্তিরা অংশ নেবেন “সংলাপ থেকে আন্দোলন: ইয়ুথ কপ ২০২৫-এর সমাপ্তি” শীর্ষক অধিবেশনে।
বিএনপির কর্মসূচি
- ঠাকুরগাঁও জেলা বিএনপি সম্মেলন: সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে।
- প্রধান অতিথি: ভার্চুয়ালি যুক্ত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
- প্রধান বক্তা: মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
- একই সময়ে সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের মওলানা আকরাম খাঁ হলে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য জয়নুল আবদীন ফারুক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এক অনুষ্ঠানে।
বদরুদ্দীন উমরের প্রতি শ্রদ্ধা
- সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য আনা হবে প্রখ্যাত চিন্তাবিদ কমরেড বদরুদ্দীন উমরের মরদেহ।
- সকাল ১০টা থেকে বেলা ১২:৪৫ পর্যন্ত শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন চলবে।
- জোহরের নামাজ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে।
- পরে তাকে দাফন করা হবে জুরাইন কবরস্থানে।
ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলনের মানববন্ধন
- জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল ১১টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে মানববন্ধন।
- দাবির বিষয়: “স্বৈরশাসকের দোসরদের অপসারণ।”
জুলাই ঐক্যের মানববন্ধন
- শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে বিকেল ৫টায় মানববন্ধন কর্মসূচি পালন করবে গণ-অভ্যুত্থানের স্পিরিট ধারণ করা প্ল্যাটফর্ম জুলাই ঐক্য।
- দাবির বিষয়: আওয়ামী লীগের নৈরাজ্য, আইনশৃঙ্খলার অবনতি ও নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতকরণ।
মন্তব্য করুন: