[email protected] সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
২৩ ভাদ্র ১৪৩২

খিলগাঁও থেকে আওয়ামী লীগের অঙ্গসংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২৫ ৪:২৪ পিএম

সংগৃহীত ছবি

রাজধানীর খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৬ সেপ্টেম্বর) রাত থেকে ভোররাত পর্যন্ত পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। রোববার (৭ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

গ্রেপ্তাররা হলেন—

  • দোহার থানা ছাত্রলীগের সভাপতি শাকিল আহমেদ (২৯)
  • খিলগাঁও থানা ৩নং ওয়ার্ড যুবলীগের প্রচার সম্পাদক জসিম খান (৩০)
  • খিলগাঁও থানা ৭৪নং ওয়ার্ড যুবলীগের রসুলবাগ ইউনিটের সদস্য সচিব সামিউল ইসলাম হৃদয় (৩০)
  • খিলগাঁও থানা ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য আহসান হাবিব (৪২)
  • একই ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য আমিনুল ইসলাম লিটন (৪৭)
  • ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সদস্য মো. আমিনুল ইসলাম রিফাত (২৮)।

ডিএমপির বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে রাজধানীতে ঝটিকা মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছিলেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পুলিশ জানায়, শনিবার রাত সাড়ে ১০টার দিকে নন্দীপাড়া বটতলা থেকে জসিম ও সামিউলকে, রাত সাড়ে ১১টার দিকে দক্ষিণ বনশ্রী এলাকা থেকে শাকিলকে গ্রেপ্তার করা হয়। পরে রাত সোয়া ১২টার দিকে খিলগাঁও সি ব্লক থেকে আহসান হাবিব ও আমিনুল ইসলাম লিটন এবং রাত দেড়টার দিকে তিলপাড়া এলাকা থেকে রিফাতকে গ্রেপ্তার করা হয়।

এর আগে, শুক্রবার (৫ সেপ্টেম্বর) তেজগাঁওয়ে ঝটিকা মিছিল আয়োজনের অভিযোগে ঢাকা মহানগর উত্তর মহিলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য নাহিদা নূর সুইটি ও আরও ৯ জনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তারও আগে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ধানমন্ডি থেকে একই অভিযোগে আরও আট নেতাকর্মীকে আটক করা হয়েছিল।

ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান জানান, রাজধানীতে আইনশৃঙ্খলা ভঙ্গ ও অস্থিতিশীলতা সৃষ্টির উদ্দেশ্যে যে কোনো ধরনের ঝটিকা মিছিল ও অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর