রাজধানীর আদাবরে কিশোর গ্যাংয়ের হামলায় এক পুলিশ কনস্টেবল গুরুতর আহত হয়েছেন।
সোমবার (১ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে সুনিবিড় হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে। আহত কনস্টেবলের নাম আল-আমিন। এ সময় আরও দুই পুলিশ সদস্য আহত হন।
ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, “রাতে ৯৯৯-এ দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় কনস্টেবল আল-আমিন গাড়ির পাশে ছিলেন। হঠাৎ একদল দুষ্কৃতকারী তাকে কুপিয়ে আহত করে পালিয়ে যায়। তার হাতে গুরুতর আঘাত লেগেছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।”
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাতেই আদাবরের সুনিবিড় হাউজিংয়ের একটি গ্যারেজে অভিযান চালায় পুলিশ। এ সময় এলাকার কিশোর গ্যাং চক্রের মূলহোতা জনি ও রনি দেশীয় ধারালো অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এতে কনস্টেবল আল-আমিন রক্তাক্ত হন। সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
স্থানীয়দের অভিযোগ, মোহাম্মদপুর–আদাবর এলাকায় কুখ্যাত কিশোর গ্যাং ‘কবজি কাটা’ গ্রুপ দীর্ঘদিন ধরে ত্রাস সৃষ্টি করছে। বর্তমানে গ্রুপের প্রধান আনোয়ার জেলে থাকলেও তার সহযোগী জনি ও রনি এলাকায় সক্রিয় থেকে চাঁদাবাজি, সন্ত্রাস ও হামলার ঘটনা ঘটাচ্ছে। তাদের বিরুদ্ধে পূর্বেও একাধিক হত্যাকাণ্ড ও হামলার অভিযোগ রয়েছে।
এসআর
মন্তব্য করুন: