[email protected] মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
১৮ ভাদ্র ১৪৩২

ধানমন্ডিতে আ.লীগের মিছিল, ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ আগষ্ট ২০২৫ ৬:৩৬ পিএম

সংগৃহীত ছবি

রাজধানীর ধানমন্ডি-২৭ নম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা হঠাৎ মিছিল করেন।

এ সময় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

রোববার (৩১ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে এ মিছিল বের করা হয়। তবে অল্প সময়ের মধ্যেই মিছিল শেষ হয়ে যায়।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা জানান, বিকেল সাড়ে ৩টার দিকে ধানমন্ডি-২৭ নম্বরে আওয়ামী লীগের নেতাকর্মীদের একটি মিছিলের খবর পান তারা।

তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মিছিল শেষ হয়ে যায়।

ককটেল বিস্ফোরণের বিষয়ে তিনি বলেন, “আমরাও এ ধরনের খবর শুনেছি।

তবে বিষয়টি এখনো নিশ্চিত নয়। বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর