[email protected] বৃহঃস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
১৩ ভাদ্র ১৪৩২

আগারগাঁও মোড়ে শিক্ষার্থীদের অবরোধ, যান চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ আগষ্ট ২০২৫ ১২:৪৮ পিএম

সংগৃহীত ছবি

পেশাগত স্বীকৃতি ও তিন দফা দাবিতে রাজধানীর আগারগাঁও মোড়ে সড়ক অবরোধ করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ১০টা থেকে ‘কৃষিবিদ ঐক্য পরিষদ’-এর ব্যানারে এই কর্মসূচি শুরু হয়।

অবরোধের কারণে আগারগাঁও এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায় এবং ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো—
১. কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) ও গবেষণা প্রতিষ্ঠানের ১০ম গ্রেডের পদ (উপ-সহকারী কৃষি কর্মকর্তা/উপ-সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা/সমমান) কেবল কৃষিবিদদের জন্য উন্মুক্ত রাখা।
২. বিএডিসির কোটা বাতিল এবং নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ না হলে ৯ম গ্রেডে পদোন্নতির সুযোগ না দেওয়া।
৩. কৃষি বা কৃষি-সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি ছাড়া ‘কৃষিবিদ’ পদবি ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপে সরকারি প্রজ্ঞাপন জারি করা।

শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবিগুলো মানা না হলে আন্দোলন আরও বিস্তৃত করা হবে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর