তিন দফা দাবির সমর্থনে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ছাড়াও দেশের বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই কর্মসূচিতে অংশ নেন।
মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা শাহবাগে অবস্থান নেন। এতে রাজধানীর এই গুরুত্বপূর্ণ মোড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।
শিক্ষার্থীরা জানান, ‘ব্লকেড অব ইঞ্জিনিয়ার্স’ কর্মসূচির অংশ হিসেবেই শাহবাগ অবরোধ করা হয়েছে। এর আগে তারা একই দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি পালন করেছিলেন।
১. ইঞ্জিনিয়ারিং ৯ম গ্রেড (সহকারী প্রকৌশলী বা সমমান পদে) প্রবেশের জন্য সবার জন্য একই নিয়োগ পরীক্ষা বাধ্যতামূলক করতে হবে এবং ন্যূনতম যোগ্যতা হতে হবে বিএসসি ডিগ্রি। কোটার মাধ্যমে বা অন্য নামে সমমান পদ তৈরি করে পদোন্নতির সুযোগ বাতিল করতে হবে।
২. টেকনিক্যাল ১০ম গ্রেড (উপ-সহকারী প্রকৌশলী বা সমমান পদে) নিয়োগ পরীক্ষা ডিপ্লোমা ও বিএসসি উভয় ডিগ্রিধারীর জন্য উন্মুক্ত করতে হবে।
৩. প্রকৌশলী পদবি ব্যবহারের ক্ষেত্রে বিএসসি ডিগ্রি ছাড়া কাউকে এ পদবি ব্যবহার করতে দেওয়া যাবে না। নন-অ্যাক্রিডেটেড বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সগুলোকে সঠিক প্রক্রিয়ার মাধ্যমে আইইবি-বিএইটিইর অ্যাক্রিডেশনের আওতায় আনতে হবে।
প্রকৌশলী অধিকার আন্দোলন নামের শিক্ষার্থীদের একটি প্ল্যাটফর্মের নেতৃত্বে এই কর্মসূচি চলছে। তারা অভিযোগ করেন, ৯ম গ্রেডে ডিপ্লোমাধারীদের নিয়োগ দিয়ে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বঞ্চিত করা হচ্ছে। এর প্রতিবাদেই তারা আন্দোলনে নেমেছেন।
এসআর
মন্তব্য করুন: